রিয়ালের হয়ে ন্যূনতম ১০০ গোল করা ২৩তম খেলোয়াড় ভিনি। তাঁর ১০১ গোলের ৫৮টি লা লিগায়, ২৮টি চ্যাম্পিয়নস লিগে, ৭টি কোপা দেল রেতে, ৪টি স্প্যানিশ সুপার কাপে, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপে ও ১টি ইন্টারকন্টিনেন্টাল কাপে।
মাদ্রিদের ক্লাবটির হয়ে দ্রুততম ১০০ গোলের কীর্তি ক্রিস্টিয়ানো রোনালদোর। ১০৫ ম্যাচে মাইলফলকটি ছুঁয়েছিলেন ক্লাবটির হয়ে সর্বোচ্চ ৪৫০ গোল করা পর্তুগিজ কিংবদন্তি। ১৬৪ ম্যাচে মাইলফলকটি ছুঁয়ে দ্বিতীয় দ্রুততম রোনালদো।