স্ট্যাটাসে গান যোগ করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের ‘আপডেটস’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘অ্যাড স্ট্যাটাস’ অপশন নির্বাচন করে পছন্দের ফরম্যাটে স্ট্যাটাস তৈরি করতে হবে। চাইলে নতুন ছবি বা ভিডিও ধারণের জন্য ক্যামেরাও ব্যবহার করা যাবে। এবার মিডিয়া নির্বাচনের পর পর্দার ওপরে থাকা ‘মিউজিক’ আইকনে ক্লিক করে তালিকা থেকে বা সার্চ করে পছন্দের গান নির্বাচন করতে হবে। গান নির্বাচনের পর ডান বাটনে ক্লিক করে নিচে থাকা সবুজ আইকনে ট্যাপ করলেই গানসহ স্ট্যাটাস তৈরি হয়ে যাবে।