নথিপত্রে দেখা যায়, ২০১৯ সালের এপ্রিলে আমদানিকারক পণ্য চালানটির নথিপত্র অনলাইনে জমা দেন। সেখানে চীনের গুয়াংডং থেকে গুয়াংডং সেইলিং ট্রেড গ্রুপ থেকে চালানটি আমদানির কথা বলা হয়। চালানের ইনভয়েস মূল্য ছিল ৭১ হাজার মার্কিন ডলার। পণ্যের তালিকায় ছিল হুইলচেয়ার, কমোড হুইলচেয়ার, হ্যান্ড ক্রাচ ইত্যাদি।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখন আর চালানটি নিলামে তোলার সুযোগ নেই। চালানটি জব্দ করা হয়েছে। মিথ্যা ঘোষণার কারণে আমদানিকারকের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।