এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, যাত্রী ও সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য আজ (২১ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে। যাত্রীদের বিমানবন্দরে না আসার জন্য পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
উড়োজাহাজের চলাচল অনুসরণকারী (ফ্লাইট ট্র্যাকিং) ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুসারে, হিথরোমুখী অন্তত ১২০টি ফ্লাইট ইতিমধ্যে অন্যান্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
আকাশ পরিবহনবিশেষজ্ঞরা বলছেন, হিথরো বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হবে। ফ্লাইট বিলম্বিত হবে। এর প্রভাব বিশ্বজুড়ে পর্যটন, ভ্রমণ ও বাণিজ্যের ওপর পড়বে। এতে এই খাতগুলোর কার্যক্রম ব্যাহত হবে।