স্কোর: আফগানিস্তান ৩৩ ওভারে ১৩৫/৫ (নবী ৩৬*, হাশমতউল্লাহ ৪২*; গুলবাদিন ২২, গুরবাজ ৫, রহমত ২, সেদিকুল্লাহ ২১, আজমতউল্লাহ ০)
৭১ রানে আফগানিস্তান ৫ উইকেট হারানোর পর আফগানিস্তান ঘুরে দাঁড়িয়েছে। হাসমতউল্লাহ শহীদী অভিজ্ঞ মোহাম্মদ নবীকে নিয়ে প্রতিরোধ গড়েছেন। ষষ্ঠ উইকেটের এই জুটি ৫৬ বলে পঞ্চাশ ছুঁয়েছে।
আফগানিস্তানের স্কোর একশ ছাড়ালো
৩৫ রানে আফগানিস্তান চার উইকেট হারালে বাংলাদেশ এগিয়ে ছিল। কিন্তু অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী প্রতিরোধ গড়েছেন। গুলবাদিন নাইবের সঙ্গে ত্রিশ ছাড়ানো জুটির পর মোহাম্মদ নবীকে নিয়ে হাল ধরেন তিনি। ২৬তম ওভারের পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে দলীয় স্কোর একশতে নেন আফগান অধিনায়ক।
আফগান প্রতিরোধ ভাঙলেন তাসকিন
হাশমতউল্লাহ শহীদী ও গুলবাদিন নাইবের প্রতিরোধ লম্বা হতে দিলো না বাংলাদেশ। তাসকিন আহমেদ তার ষষ্ঠ ওভারের শেষ বলে ৬১ বলে ৩৬ রানের জুটি ভেঙে দিয়েছেন। ৩২ বলে ৩ চারে ২২ রান করে শর্ট মিড উইকেটে তানজিদ হাসান তামিমের ক্যাচ হন গুলবাদিন। ২০তম ওভারের শেষ বলে ৭১ রানে ৫ উইকেট হারালো আফগানিস্তান।
চার উইকেট হারিয়ে পঞ্চাশ ছুঁলো আফগানিস্তান
মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে বিপদে পড়েছিল আফগানিস্তান। পাওয়ার প্লের শেষ ওভারে ৩৫ রানে চতুর্থ উইকেট হারায় তারা। বাংলাদেশের কাটার মাস্টার তার প্রথম দুই ওভারে তিন উইকেট তুলে নেন। এরপর হাশমতউল্লাহ শহীদী ও গুলবাদিন নাইবের জুটিতে পঞ্চাশ ছুঁলো আফগানরা, এজন্য খেলেছে ৮০ বল।
মোস্তাফিজের আঘাতে বিপদে আফগানিস্তান
বল হাতে নিয়েই প্রথম ওভারে আঘাত হেনেছেন মোস্তাফিজ। এক ওভার বিরতি দিয়ে জোড়া আঘাত হেনেছেন তিনি। তাতে কাটার মাস্টারের তোপে কাঁপছে আফগান দল। দ্বিতীয় বলে অভিষিক্ত সেদিকুল্লাহ অটলকে (২১) লেগ বিফোরে ফিরিয়েছেন। দুই বল পর আজমতউল্লাহ ওমরজাইকে রানের খাতা খুলবার আগে মুশফিকের গ্লাভস বন্দি করালে ৩৫ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। ১ রানে পড়েছে দুই উইকেট।
বল হাতে নিয়েই মোস্তাফিজের আঘাত
৭ রানে ওপেনার গুরবাজের আউটের পর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন সেদিকুল্লাহ অটল ও রহমত শাহ। যদিও রহমতকে বেশি দূর যেতে দেননি মোস্তাফিজ। নিজের প্রথম ওভারেই দ্বিতীয় ডেলিভারিতে রহমত শাহকে মুশফিকের গ্লাভসবন্দি করিয়েছেন। তাতে ৩০ রানে পড়েছে দ্বিতীয় উইকেট। রহমত আউট হয়েছেন মাত্র ২ রানে।
দ্বিতীয় ওভারেই তাসকিনের আঘাত
টস জিতে আফগান দল ব্যাটিংয়ে নামলেও দ্বিতীয় ওভারেই আঘাত হেনেছেন তাসকিন আহমেদ। ১.৫ ওভারে যথেষ্ট বাইরে ফুলার লেংথে বল করেছিলেন। গুরবাজ এগিয়ে এসে ড্রাইভ করতে গেলে বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে মুশফিকুর রহিমের গ্লাভসে। ফেরার আগে ৫ রান করেছেন গুরবাজ।
একাদশে কারা
বাংলাদেশ একাদশে তিন পেসার হিসেবে থাকছেন মোস্তাফিজ, তাসকিন ও শরিফুল। স্পিনার হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ ও লেগ স্পিনার রিশাদ।
আফগানিস্তান দলে অভিষেক হচ্ছে সেদিকুল্লাহ অটলের। গোড়ালির চোটে ইব্রাহিম জাদরানের খেলা হচ্ছে না।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: সেদিকুল্লাহ অটল, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, এএম গজনফর, নানগেয়ালিয়া খারোটে, ফজল হক ফারুকি।
প্রথম ওয়ানডেতে টস হেরেছে বাংলাদেশ
সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী।
শারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে টার্ন আশা করছেন আফগান অধিনায়ক। তাই শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এখানে উল্লেখ্য ইতিহাসের প্রথম স্টেডিয়াম হিসেবে ৩০০টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কীর্তি অর্জন করেছে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।