অধিনায়ক হিসেবে আইপিএলে সেরা বোলিং ফিগার গড়েন হার্দিক পান্ডিয়া। প্রথমবার কোনও অধিনায়ক ৫ উইকেট পান। কিন্তু তার কীর্তি ছাপিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো লখনউ সুপার জায়ান্টস।
আগে ব্যাটিংয়ে নেমে লখনউ করে ৮ উইকেটে ২০৩ রান। জবাবে ৫ উইকেটে ১৯১ রানে থামে মুম্বাই। ১২ রানে জিতেছে লখনউ।
এইডেন মারক্রাম ও মিচেল মার্শের ৭৬ রানের জুটিতে ভালো শুরু হয় লখনউর। ৬০ রান করে থামেন মার্শ। এরপর হার্দিকের তোপে পড়ে ধসের মুখে পড়ে দল। তবে আয়ুশ বাদোনি ও মারক্রাম রক্ষা করেন। ৩০ রান করেন বাদোনি।
মারক্রাম ৫৩ রান করেন। ডেভিড মিলার ২৭ রানে থামেন।
হার্দিক প্রথমবার অধিনায়ক হিসেবে ৫ উইকেট নেন।
লক্ষ্যে নেমে ১৭ রানে দুই উইকেট হারায় মুম্বাই। সূর্যকুমার যাদব ও নামান ধীরের ব্যাটিংয়ে লড়াই করে ঘুরে দাঁড়ায় তার।
নামান ৬৪ জেলার কপি।