জানতে চাইলে সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন আজ প্রথম আলোকে বলেন, কারাগারে থাকা তাঁর স্বামী কীভাবে জোড়া খুনের পরিকল্পনা করেছেন। সব তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র।
তবে ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন এখন ভালো হয়ে গেছেন দাবি করে বলেন, সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় তাঁকে দায়ী করছে, ফেসবুকে হুমকিও দিয়েছেন সাজ্জাদের স্ত্রী। এ জন্য তাঁকে মারতে গিয়ে জোড়া খুন হয়েছে।
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া গাড়ির আরোহী রবিউল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, চান্দগাঁও এলাকার বাসিন্দা সরোয়ার হোসেনের ডাকে তাঁরা অক্সিজেন থেকে নতুন ব্রিজ বালুর টাল এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে হামলার মুখে পড়েন। তিনি বলেন, সম্প্রতি সাজ্জাদের গ্রেপ্তার এবং এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুজনের মধ্যে ঝামেলা বেড়েছে।