হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। এটা সেই পজিশন, যেখানে রিয়াল মাদ্রিদের অঁরেলিয়ে চুয়ামেনি, বায়ার্ন মিউনিখের জশুয়া কিমিখ কিংবা ইউনাইটেডের কাসেমিরোরা খেলে থাকেন। ডিফেন্সিভ মিডফিল্ডারের মূল দায়িত্ব আগে ঘর সামলানো, পরে দলের আক্রমণে সাহায্য করা। আরও ভেঙে বললে, দুই সেন্টারব্যাকের মধ্য থেকে দলের রক্ষণভাগকে অটুট রাখা, মাঝমাঠ থেকে বল ডিস্ট্রিবিউশন করা, দুই ফুলব্যাককে ওপরে ওঠার সুযোগ করে দেওয়া, রক্ষণচেরা পাস বাড়ানো… এসবই। অর্থাৎ, গোল করা নয় বা গোলে সহায়তা করা হামজার মূল কাজ নয়, প্রধান কাজ প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোয় প্রথম রক্ষীর ভূমিকায় থাকা, দলের অনুকূলে খেলা নিয়ন্ত্রণ করা।
ডিফেন্সিভ মিডফিল্ডারের বাইরে রাইট ব্যাক হিসেবেও খেলে থাকেন হামজা। এটি রক্ষণভাগেরই অংশ, মাঠের একপ্রান্তে থাকতে হয়।