Homeদেশের গণমাধ্যমেহাদিসের বাণী ও শিক্ষা

হাদিসের বাণী ও শিক্ষা



সৃষ্টিজীবের প্রতি দয়া প্রদর্শন

হজরত জারির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করে না, স্রষ্টার পক্ষ থেকে তার প্রতি দয়া করা হবে না।’ (বোখারি: ৬০১৩; মুসলিম: ২৩১৯)

শিক্ষা

১. পৃথিবী ও তার সবকিছু মহান আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর প্রতি মহব্বত রাখলে তার সৃষ্টিজগতের প্রতিও মহব্বত রাখতে হবে।

২. সৃষ্টিজীবের প্রতি দয়া প্রদর্শন করা ইসলামের অন্যতম শিক্ষা। এটা ইসলাম ধর্মেরই অংশ।

৩. যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়াশীল হবে ও সৃষ্টির সেবায় এগিয়ে আসবে—আল্লাহতায়ালাও তার প্রতি সে পরিমাণ এগিয়ে আসবেন।

৪. যে ব্যক্তি সৃষ্টির প্রতি উদাসীন থাকবে কিংবা সৃষ্টিজীবের কোনো অধিকার ক্ষুণ্ন করবে, আল্লাহ তার প্রতি নারাজ হবেন। তার প্রতি আল্লাহর কোনো দয়া ও করুণা নেই।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত