মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য বলছে, তিন মাস আগে সংস্থাটি জানতে পারে, সংঘবদ্ধ একটি চক্র বায়িং ও আবাসন ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে। এর ধারাবাহিকতায় গতকাল হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। আসামিরা দীর্ঘদিন টেকনাফ থেকে বিলাসবহুল গাড়িতে করে ইয়াবার বড় বড় চালান এনে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় তা বিক্রি করতেন।