Homeদেশের গণমাধ্যমেহাটহাজারীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে হেফজখানা ও অনাথ আশ্রমে মধ্যাহ্নভোজ

হাটহাজারীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে হেফজখানা ও অনাথ আশ্রমে মধ্যাহ্নভোজ


চট্টগ্রামের হাটহাজারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দৈনিক কালবেলার নবযাত্রার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও হেফজখানার শিক্ষার্থী, অনাথ আশ্রম শিশুদের জন্য মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় কালবেলার হাটহাজারী প্রতিনিধি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে মানবজমিন প্রতিনিধি মো. আবু শাহেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।

এ ছাড়া শাহ সুফি অধ্যক্ষ আবুল মোহাম্মদ ফরিদ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার আল মামুন শিকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন মুনির, উপজেলা জামায়েত ইসলামের দায়িত্বশীল আসলাম মোর্শেদ, সামাজিক সংগঠন জাগৃতির যুগ্ম আহ্বায়ক মো. শাহেদুল আযম, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর নূর, হাটহাজারী সাংবাদিক সমিতির সভাপতি বাবলু দাশ, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা একরাম উদ্দিন, উপজেলা মেডিকেল অফিসার তানজিম হাসান, ছিপাতলী ইউপি সদস্য জিয়া হায়দার, এসএ হেলথ সেন্টারের চিকিৎসক মো. ফরহাদসহ সমাজকর্মী, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলার প্রশংসা করে বক্তারা বলেন, পাঠকের মন জয় করে অল্প সময়ে পাঠক প্রিয় হয়ে উঠেছে কালবেলা। গণমানুষের চায়ের চুমুকে পত্রিকাটি হয়ে উঠেছে নিত্যদিনের সঙ্গী। বিশ্বস্ত গণমাধ্যম হিসেবে এখন মানুষের চাহিদা দৈনিক কালবেলা। কাগজ ও অনলাইনে সব সময় জনপ্রিয়তা অর্জনকারী এই পত্রিকা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত