হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির প্রথম আলোকে বলেন, পরিবার থেকে অপহরণের খবর পেয়ে তাঁরা জিডি করেছেন। ঘটনাটি পুলিশ তদন্ত করছে।
র্যাব-৯-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পে যোগাযোগ করলে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তাঁরা অভিযোগ পেয়েছেন। বিষয়টি নিয়ে তাঁরা কাজ করছেন।