Homeদেশের গণমাধ্যমেহবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত



হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ১ এপ্রিল ২০২৫  

সালিশ বৈঠক চলাকালে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে


হবিগঞ্জের লাখাই উপজেলায় সালিশ বৈঠক চলাকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জিহাটি গ্রামে সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, লাখাই উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জিহাটি এলাকার মজিদ মিয়া, ইকবাল মিয়া, হিরো মিয়া, কামাল মিয়া ব্যবসার কারণে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন। কয়েক দিন আগে সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজিদের সঙ্গে হিরো ও কামালের মধ্যে হাতাহাতি হয়। ঈদের ছুটিতে এলাকায় ফিরে আসার পর মঙ্গলবার (১ এপ্রিল) ওই এলাকার মজিদ মিয়া, ইকবাল মিয়া এবং হিরো মিয়া, কামাল মিয়া নিজ নিজ পক্ষের লোকজনকে নিয়ে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠক চলাকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুইপক্ষের অন্তত ৪০ জন আহত হয়।

গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা/মামুন/বকুল





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত