হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্টে’ ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- দিলবাহার আহমেদ দিলকাছ (৬০) ও ইকবাল হোসেন (৪৫)। দিলবাহার আহমেদ কুর্শি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও কুর্শি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং কুর্শি গ্রামের মৃত তরিক আহমেদের ছেলে। ইকবাল হোসেন আউশকান্দি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি এবং ওই ইউনিয়নের জিহাদিপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন তাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে কুর্শি ইউনিয়ন পরিষদের সামনে থেকে দিলবাহার আহমেদকে গ্রেফতার করা হয়। বিগত সরকারের আমলে দিলবাহার সাবেক সংসদ সদস্যের ঘনিষ্ঠ লোক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন মানুষকে হয়রানি করেছেন। বৃহস্পতিবার ভোররাতে আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়।
ওসি কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের গজনাইপুরে প্রাইভেটকার পোড়ানোর ঘটনায় দায়েরকৃত নাশকতার মামলার তদন্তে দিলবাহার আহমেদ ও ইকবাল হোসেনের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়। বিকালে তাদের কারাগারে পাঠানো হয়।’