মচকানোর উপসর্গ
-
গোড়ালিতে প্রচণ্ড ব্যথা।
-
পা ফুলে যাওয়া।
-
দাঁড়াতে না পারা।
-
সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধা।
-
নিচে বসা কিংবা নামাজে বসতে অসুবিধা।
ভাঙা না মচকানো
যেহেতু হাড় ভাঙা বা পায়ের হাড়ে চিড় ধরলেও এমন উপসর্গ দেখা যায়, তাই এ ক্ষেত্রে ক্লিনিক্যাল এক্সামিনেশন ও রোগীর ইতিহাস খুব গুরত্বপূর্ণ। পাশপাশি হাড়ের অবস্থা দেখতে এক্স-রে ও লিগামেন্ট বা সফট টিস্যুর আঘাত বোঝার জন্য আক্রান্ত স্থানের এমআরআই করার প্রয়োজন
পড়তে পারে।