Homeদেশের গণমাধ্যমেস্বামীর মৃত্যুর খবরে মারা গেলেন স্ত্রীও

স্বামীর মৃত্যুর খবরে মারা গেলেন স্ত্রীও


সাতক্ষীরার তালায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনেই মারা গেলেন স্ত্রী। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা মির্জাপুর এলাকার শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্বামী-স্ত্রী দুজন হলেন- উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের কানাইলাল দাশ (৬৮) ও তার স্ত্রী স্বরসতী দাশ (৬০)।

কানাইলাল দাশের ভাতিজা অপূর্ব দাস বলেন, আমার কাকা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। হার্টের সমস্যা ছিল তার। সোমবার সন্ধ্যার দিকে চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়ার পথে তালা উপজেলার মির্জাপুর বাজারে পৌঁছালে তিনি মারা যান। এই খবর মোবাইলে বাড়িতে জানালে তার স্ত্রী স্বর্ণলতা দাস (স্বরসতী দাস) স্ট্রোক করে মারা যান। মঙ্গলবার দুপুরে মির্জাপুর শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ কালবেলাকে বলেন, কানাইলাল দাস খুব ভালো মানুষ ছিলেন। কিছুদিন ধরে তিনি হার্টের অসুখে ভুগছিলেন। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে স্ত্রীও মারা গেছেন। ঘটনাটি খুবই দুঃখজনক।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত