চট্টগ্রামে স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ হয়ে নাজমা আকতার (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আবদুল জব্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধু মারা যান। এরপর সকালে চন্দনাইশ থানাধীন হাশিমপুরের পাহাড়ি এলাকা তার স্বামীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাশিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ হাশিমপুরের বাউলিয়াপাড়া গ্রামে রান্না করার সময় নাজমা আকতারের সঙ্গে আবদুল জব্বারের বাকবিতণ্ডা হয়। তখন আবদুল জব্বার প্লাস্টিকের বোতলে রাখা অকটেন এনে স্ত্রীর দিকে ছুড়ে মারেন। এসময় চুলার আগুন অকটেনের সংস্পর্শে এলে নাজমার শরীর দগ্ধ হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটবর্তী দোহাজারী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ভোর তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাজমা মারা যান।
আরও পড়ুন
চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন জানান, শনিবার ভোরে ভিকটিমের স্বামী আবদুল জব্বারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে আবদুল জব্বারকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।
এমডিআইএইচ/এএমএ/জেআইএম