পত্রিকা পড়ার হার তুলনামূলকভাবে কম। সারা দেশে ২৬ দশমিক ৯৬ শতাংশ মানুষ পত্রিকা পড়েন। শহরে এর হার বেশি (৩৫ দশমিক শূন্য ১ শতাংশ), যেখানে গ্রামে এই হার কম (২৪ দশমিক ৬২ শতাংশ)। পুরুষদের মধ্যে ৩৩ দশমিক ৭৭ শতাংশ পত্রিকা পড়েন, যেখানে নারীদের মধ্যে এই হার মাত্র ২০ দশমিক ৫১।
বেশির ভাগ পাঠক মুদ্রিত পত্রিকা পছন্দ করেন (৩৭ দশমিক ৬১ শতাংশ), কিছু মানুষ কম্পিউটার বা ল্যাপটপে পড়েন (২ দশমিক ৫৪ শতাংশ)। যাঁরা পত্রিকা পড়েন না, তাঁদের প্রধান কারণ সময়ের অভাব (১৫ দশমিক ৮৮ শতাংশ) এবং এটি প্রয়োজনীয় মনে না করা (৪৬ দশমিক ৫২ শতাংশ)। আমার পর্যবেক্ষণ, দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব সাংবাদিকতা বিভাগের অধিকাংশ শিক্ষার্থীর সংবাদপত্র পড়ার কোনো অভ্যাস নেই। কারণ, মুঠোফোনেই সব খবর পাওয়া যায়।
টেলিভিশন দেখা মানুষের সংখ্যা পত্রিকার তুলনায় অনেক বেশি। মোট ৬৫ দশমিক ৪২ শতাংশ মানুষ টেলিভিশন দেখেন। শহরে এর হার বেশি (৭৪ দশমিক ৮৬ শতাংশ), যেখানে গ্রামে কম (৬২ দশমিক ৬৮ শতাংশ)। পুরুষদের মধ্যে ৭১ দশমিক ৩১ শতাংশ টেলিভিশন দেখেন, যেখানে নারীদের মধ্যে এই হার ৫৯ দশমিক ৮৫। যাঁরা টেলিভিশন দেখেন না, তাঁদের প্রধান কারণ হলো টেলিভিশন না থাকা (২ দশমিক ১৯ শতাংশ), সময়ের অভাব (১২ দশমিক ৫০ শতাংশ) এবং আগ্রহ না থাকা (৫৩ দশমিক ৫৮ শতাংশ)।