স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে একদল তরুণ। বাজারের নাম দিয়েছে ‘স্বস্তির বাজার’। এখান থেকে বাজারের তুলনায় অপেক্ষাকৃত কম দামে পণ্য কিনতে পারছেন ভোক্তারা।
রোববার (২৭ অক্টোবর) যশোরের ঝিকরগাছা বাজারে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলু, পেঁয়াজ, রসুন, সয়াবিন তেল, ডিম, পটল, লাউ, কাঁচামরিচ, শসা, পেঁপেসহ নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য সুলভমূল্যে ভোক্তাদের হাতে তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘নির্ভীক-২৪’ এর বাস্তবায়নে এবং ঝিকরগাছা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই কার্যক্রমটি পরিচালনা করছে একদল তরুণ। তারা জানান, প্রাথমিকভাবে আগামী সাতদিন এই কার্যক্রম চলমান থাকবে। পরবর্তীতে সময়সীমা বাড়ানো হবে।
সরেজমিনে দেখা যায়, প্রথমদিনে কিছু পণ্য কেনা দামে, কিছু লসে ও কিছু ন্যূনতম লাভে বিক্রি করা হয়েছে। ক্রেতার উপিস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
এদিন আলু ৫৬ টাকা কেজি, পেঁয়াজ ৯০ টাকা কেজি, রসুন ২১৫ টাকা, পেঁপে ২৫ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, লাউ প্রতি পিস ৩৫ টাকা, ডিম প্রতি পিস ১১ টাকা, পটল ৩৫ টাকা, ঢেঁড়স ৩৫ টাকা, শিম ১৩০ টাকা ও কলা ৫৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বলেন, বর্তমানে অধিকাংশ পণ্যের দাম চড়া। ভোক্তাদের দুর্ভোগ কমাতে এবং বাজার সিন্ডিকেট ভেঙে দিতেই আমরা এই কার্যক্রম শুরু করেছি। কিছু পণ্য লসে আর কিছু পণ্য ন্যূনতম লাভে বিক্রি করা হচ্ছে।
সংগঠনের সভাপতি মো. মারুফ হোসেন বলেন, এক সপ্তাহ এই ক্যাম্পেইন চলবে। সবাইকে স্বস্তির বাজার থেকে পণ্য কিনতে অনুরোধ করছি।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রবিন, আখি, জীবন, মাসুদ, রিকন, ঐশী, কান্তা, আলামিন প্রমুখ।