Homeদেশের গণমাধ্যমেস্বর্ণের রুলি উদ্ধার করে যাত্রীকে ফিরিয়ে দিলো এভসেক

স্বর্ণের রুলি উদ্ধার করে যাত্রীকে ফিরিয়ে দিলো এভসেক


স্বর্ণের রুলি উদ্ধার করে যাত্রীর কাছে হস্তান্তর করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উদ্ধার করা রুলি ফেরত দেওয়া হয়। বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ এ তথ্য জানান।

সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভসেক সদস্য টহলের সময় আগমনী টার্মিনালের ইমিগ্রেশন এলাকায় স্বর্ণের রুলি সদৃশ একটি বক্স মালিকানাবিহীন অবস্থায় দেখতে পান।  তাৎক্ষণিকভাবে বিষয়টি ঘোষণার মাধ্যমে সকলকে জানানো হয়। কিন্তু বক্সটির মালিক শনাক্ত না হওয়ায় স্বর্ণের রুলির বক্সটি এভসেক কন্ট্রোল রুমে জমা দেওয়া হয়।

পরে সিসি টিভির ক্যামেরার ফুটেজে দেখা যায়, একজন যাত্রী আগমনী টার্মিনালে কিছু একটা খুঁজছেন। তাকে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায় যে স্বর্ণের রুলি সদৃশ বক্সটি তিনি আগমনী টার্মিনালের ইমিগ্রেশন এলাকায় ভুলক্রমে ফেলে এসেছেন এবং বক্সটি তার। এরপর যাত্রীকে এভসেক কন্ট্রোল রুমে নিয়ে সিসিটিভি ফুটেজ যাচাই করে এবং উপযুক্ত প্রমাণের ভিত্তিতে এভসেক শিফট সুপারভাইজারের উপস্থিতিতে আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের স্বর্ণের দুটি রুলি যাত্রীর কাছে হস্তান্তর করা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত