দিনাজপুরের ঘোড়াঘাটে দাম্পত্য কলহের জেরে নিজের ৫ বছর বয়সী ছেলেকে অপহরণের নাটক সাজিয়ে স্ত্রীকে ফাঁসানোর অভিযোগে আবদুল্লাহ আল এলিন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার পালশা ইউনিয়নের চাটশাল সোনারপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনকে ফাঁসাতে ছেলেকে অপহরণের দায়ে গতকাল থানায় লিখিত অভিযোগ দেন আবদুল্লাহর স্ত্রী বাবলী খাতুন। পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে আবদুল্লাহকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার আবদুল্লাহ ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের চাটশাল সোনারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বিরামপুর পৌর শহরের থানাপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তিনি বিয়ের পর শ্বশুরবাড়ি এলাকায় বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।