Homeদেশের গণমাধ্যমেস্ত্রীকে অপমান, গোল্ডেন গ্লোবস বয়কট করলেন ডেডপুল তারকা

স্ত্রীকে অপমান, গোল্ডেন গ্লোবস বয়কট করলেন ডেডপুল তারকা


হলিউডের বেশ মর্যাদাশীল একটি পুরস্কার গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড। বাংলাদেশ সময় ৫ জানুয়ারি দিবাগত রাতে অনুষ্ঠিত হবে এবারে আসর। সেখানে বসবে তারকাদের মেলা। আনন্দ উৎসবে রঙিন হয়ে উঠবে বিশ্ব চলচ্চিত্রের আঙ্গিনা। তবে এবার মনোনয়ন পেয়েও গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যাবেন না ডেডপুল তারকা রায়ান রেনল্ডস। এমনটাই দাবি করেছে মার্কাসহ হলিউডভিত্তিক গণমাধ্যমগুলো।

সূত্রের বরাতে সেসব খবরে বলা হয়েছে, অনেক আগেই রায়ান ও তার স্ত্রী ব্লেক লাইভলি এই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এখন সবাই মনে করছেন জাস্টিন বালডোনির সঙ্গে চলমান আইনি বিবাদের জন্যই তারা গোল্ডেন গ্লোবসের এবারের আসর বয়কট করেছেন।

সম্প্রতি ব্লেক লাইভলি জাস্টিন বালডোনির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। সেইসঙ্গে মানসিক ক্ষতি হয়েছে দাবি করে মামলাও করেছেন। মামলায় লাইভলির অভিযোগ, বালডোনি একটি বৈঠকে অশালীন মন্তব্য করেছিলেন এবং নিজের ‘পর্নোগ্রাফি আসক্তি’ নিয়ে আলোচনা করেছিলেন। মেয়েদের ন্যুড ছবি ও ভিডিও দেখিয়েছি অন্যদের বিব্রত করেছিলেন। লাইভলি আরও দাবি করেছেন, বালডোনি তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করার জন্য পরিকল্পিত ক্যাম্পেইন চালাতে ম্যানেজারও নিয়োগ করেছিলেন।

যদিও বালডোনি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি লাইভলির বিরুদ্ধে পাল্টা মামলা করার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন। আর এসবের জন্যই রেনলডস এবং লাইভলির গোল্ডেন গ্লোবসে যাবেন না বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আরেক খবরে বলা হয়েছে, জাস্টিন বালডোনি দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন যে রায়ান রেনলডস তাকে ব্লেক লাইভলির ওজন সম্পর্কে প্রশ্ন করার জন্য অপমান করেছেন। মামলায় দাবি করা হয়েছে, বালডোনি একটি সিনেমার শুটিংয়ের জন্য লাইভলির ওজন জানতে তার ট্রেইনারের কাছে প্রশ্ন করেছিলেন। কারণটা হলো, একটি দৃশ্যে লাইভলিকে তুলতে গিয়ে নিজের পিঠের সমস্যায় যেন আঘাত না লাগে সেজন্য সতর্ক হওয়া। তবে তার এই অজুহাত বিশ্বাস করেননি রেনল্ডস। তিনি মনে করেন, তার স্ত্রী লাইভলিকে হেনস্তা করতেই ওজন জানতে চেয়েছিলেন বালডোনি।

রেনল্ডসের সঙ্গে একমত প্রায় সবাই। বিভিন্ন মাধ্যমে এ নিয়ে কথা বলেছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় এক নারী মন্তব্য করেন, ‘রেনল্ডস বালডোনিকে অপমান করে ঠিক করেছেন। কারণ যদি আমার পুরুষ সঙ্গীটি আমাকে রক্ষা না করে, যখন কেউ আমার ওজন সম্পর্কে অন্য পুরুষের কাছে প্রশ্ন করে তাহলে আমি তাকে চাই না। রেনল্ডস তার স্ত্রীকে রক্ষা করেছেন।’

রেনল্ডসের বিষয়টি প্রকাশ্যে আসার পর নারীদের মধ্যে একজন দায়িত্বশীল স্বামী ও সঙ্গী হিসেবে তার জনপ্রিয়তা বেড়ে গেছে। তারা মনে করেন রেনলডস তার স্ত্রীর জন্য সঠিক কাজ করেছেন।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত