Homeদেশের গণমাধ্যমেস্কুলের জায়গায় নির্মাণ হচ্ছে বিএনপির কার্যালয়

স্কুলের জায়গায় নির্মাণ হচ্ছে বিএনপির কার্যালয়


নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় নির্মাণ করা হচ্ছে বিএনপির কার্যালয়। ইতিমধ্যেই ওই জায়গায় মাটি ফেলে  উঁচু করা হয়েছে। স্থাপন করা হয়েছে বাঁশের খুঁটি। বিদ্যালয় কর্তৃপক্ষ নিষেধ করলেও তাতে ভ্রুক্ষেপ নেই কারও।

তথ্যমতে, উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় রয়েছে একটি মার্কেট। সম্প্রতি ওই মার্কেটের পাশেই স্কুলের জায়গায় ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী আব্দুল হামিদের নেতৃত্বে বিএনপির কার্যালয় করার উদ্যোগ নেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার বলেন, আমাকে না জানিয়ে আব্দুল হামিদ বিএনপির অফিস করার জন্য মাটি ফেলে জায়গা উঁচু করে ঘর নির্মাণ করছে। নিষেধ করা হলেও এখন পর্যন্ত তারা স্থাপনা অপসারণ করেনি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আব্দুল হামিদ জানান, স্কুল মার্কেটের পাশে জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ছেলে-পেলে একটু বসবে- এ জন্য বসার জায়গা করা হচ্ছে।

আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, বিদ্যালয়ের জমিতে কোনও স্থাপনা নির্মাণের সুযোগ নেই। ওই অবৈধ স্থাপনা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত