গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পান বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। আঙুলের সংযোগস্থল সরে যাওয়ার পর এখন সেরে ওঠার লড়াই করে যাচ্ছেন তিনি। সেলাই খোলার পর মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হালকা ব্যয়াম করতে দেখা গেছে তাকে। তবে চলতি বিপিএলে ফিরতে আরও সময় লাগবে এই ব্যাটারের।
বিসিবির প্রধান ফিজিশিয়ান দেবাশীষ চৌধুরী দেশের একটি জাতীয় দৈনিককে বলেছেন, ‘সৌম্যর ইনজুরির পর তিন সপ্তাহ কেটে গেছে। সেলাই খোলা হয়েছে।’
সৌম্যর মাঠের খেলায় ফিরতে আরও কয়েক সপ্তাহ লাগবে জানালেন দেবাশীষ, ‘আমরা প্রাথমিকভাবে তার সেরে ওঠার সময় চার থেকে ছয় সপ্তাহ ধরেছিলাম। এই সময়ের মধ্যেই তার সেরে ওঠা সম্ভব। তিন সপ্তাহ চলে গেছে, এক সপ্তাহের মধ্যে আমরা পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাবো।’
পুরোপুরি সেরে উঠতে আরও বাড়তি দুই-তিন সপ্তাহ লাগতে পারে বলে মনে করেন এই ফিজিও, ‘হ্যাঁ, অনিশ্চয়তা তো কিছুটা আছেই। এই ধরনের চোট সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ প্রয়োজন। পুরোপুরি সেরে উঠতে বাড়তি আরও দুই থেকে তিন সপ্তাহ লাগতেও পারে বলে মনে করছি।’
ঘনিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর কদিন পরই এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা। সৌম্য যদি দলে জায়গা পান, তাহলে সেরে উঠে ফিটনেস অর্জনে বাড়তি পরিশ্রম হয়তো করতে হবে তাকে।