Homeদেশের গণমাধ্যমেসোনার চেইনসহ তিন নারী ছিনতাইকারী আটক

সোনার চেইনসহ তিন নারী ছিনতাইকারী আটক


কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন থেকে নামার সময় যাত্রীর গলা থেকে ছিনিয়ে নেওয়া সোনার চেইন উদ্ধারসহ তিনজন নারী ছিনতাইকারীকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি সময় ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।

আটকরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাটের ধইলাখাল গ্রামের আমেনা বেগম, খাদিজা আক্তার সাথী ও সালমা বেগম। ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের কবলে পড়া ভুক্তভোগী স্বর্ণা আক্তার তাৎক্ষণিক বিষয়টি ভৈরব স্টেশনে কর্তব্যরত রেলওয়ে পুলিশকে অবগত করে। পুলিশ সন্দেহভাজন তিন নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সোনার চেইনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী স্বর্ণা আক্তার বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা করেছেন।

ভৈরব রেলওয়ে থানার (ওসি) সাঈদ আহমেদ জানান, এক নারী যাত্রীর সোনার চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনা তাৎক্ষণিক জানার পর রেলওয়ে পুলিশ অভিযান চালায়। পরে তিনজন নারী ছিনতাইকারীকে আটক করে এবং সোনার চেইন উদ্ধার করতে সক্ষম হয়। আটক ছিনতাইকারীদের আজ (বৃহস্পতিবার) সকালে কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। চুরি-ছিনতাই রোধে পুলিশের এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত