গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮২তম আসরে সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগের পুরস্কার জিতলেন রোমানিয়ান-আমেরিকান তারকা সেবাস্টিয়ান স্ট্যান। ‘অ্যা ডিফারেন্ট ম্যান’ চলচ্চিত্রে একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতার চরিত্রে দারুণ পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পেলেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের অ্যারন স্কিমবার্গ।
বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে গোল্ডেন গ্লোবসের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হচ্ছে। সেবাস্টিয়ান স্ট্যানের হাতে ট্রফি তুলে দিয়েছেন আমেরিকান অভিনেত্রী জেনিফার কুলিজ। এটাই তার প্রথম গোল্ডেন গ্লোবস জয়।
‘অ্যা ডিফারেন্ট ম্যান’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয় গত বছরের ২১ জানুয়ারি সানড্যান্স চলচ্চিত্র উৎসবে। এরপর ৭৪তম বার্লিন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয় এটি। এ ছবির জন্য বার্লিনে সেরা অভিনেতা হিসেবে রৌপ্য ভালুক পুরস্কার জিতেছেন সেবাস্টিয়ান স্ট্যান। মারভেল স্টুডিওসের বিভিন্ন সুপারহিরো ছবির উইন্টার সোলজার হিসেবে তিনি বেশ জনপ্রিয়।
‘অ্যা ডিফারেন্ট ম্যান’-এর গল্প একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতাকে কেন্দ্র করে। নিজের চেহারাকে ব্যাপকভাবে রূপান্তরের জন্য বড়সড় চিকিৎসা পদ্ধতি বেছে নেয় সে। কিন্তু তার নতুন স্বপ্নের অবয়ব দ্রুতই পরিণত হয় দুঃস্বপ্নে।
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে সেবাস্টিয়ান স্ট্যানের জয় একরকম চমকই বটে। কারণ জেসি আইজেনবার্গ (অ্যা রিয়েল পেইন) ও গ্লেন পাওয়েল (হিট ম্যান) ফেভারিট ছিলেন। এবারের আসরে এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন হিউ গ্র্যান্ট (হেরেটিক), গ্যাব্রিয়েল লাবেল (স্যাটারডে নাইট), জেসি প্লেমন্স (কাইন্ডস অব কাইন্ডনেস)।
আমেরিকান কমেডিয়ান নিকি গ্লেজার প্রথম নারী হিসেবে এককভাবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস সঞ্চালনা করছেন। এবারের গোল্ডেন গ্লোবস বিজয়ীদের নির্বাচনে ভোট দিয়েছেন ৮৫টি দেশের ৩৩৪ জন সাংবাদিক। আমেরিকান অডিট, ট্যাক্স ও পরামর্শদাতা সংস্থা কেপিএমজি ভোট তালিকাভুক্তির দায়িত্ব পালন করেছে।
গোল্ডেন গ্লোবস হলো নতুন বছরে পুরস্কার বিতরণের প্রথম বৃহৎ আয়োজন। আগামী ২ মার্চ অস্কারের মধ্য দিয়ে এর যবনিকাপাত ঘটবে।