Homeদেশের গণমাধ্যমেসেন্ডেলপেটার পর হাঁসুয়া নিয়ে মিটার রিডারের

সেন্ডেলপেটার পর হাঁসুয়া নিয়ে মিটার রিডারের


রাজশাহী: প্রথমে সেন্ডেল দিয়ে মারা হয়। এরপর হাঁসুয়া দিয়ে কোপ দেওয়া হয়।

এতে বৈদ্যুতিক মিটার রিডার সবুজের ডান হাতের একটি আঙুল কেটে যায়। পরে সেই কাটা আঙুলরতে সাতটি সেলাই পড়ে। বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগে এভাবেই গ্রাহকের হামলার শিকার হয়েছেন এক মিটার রিডার।

শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় বাবুল আক্তার (৪৫) নামের সংশ্লিষ্ট গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেছে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। এছাড়া হামলার ঘটনায় আজ থানায় এজাহার দেওয়া হয়েছে।


গ্রহকের মিটার রিডিং তুলতে গিয়ে হামলার শিকার ওই মিটার রিডারের নাম সালাউদ্দিন-আল-সবুজ। তিনি নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর অধীনে কাজ করেন। তার বাড়ি মহানগরীর আমবাগান এলাকায়।


আহত মিটার রিডার সবুজ জানিয়েছেন, রিডিং তুলতে গেলে প্রায় প্রতি মাসেই বাবুল আক্তার ঝামেলা করেন। তিনি অভিযোগ করেন যে, বেশি রিডিং লেখায় প্রতি মাসেই তাকে বাড়তি বিদ্যুৎ বিল দিতে হয়। এক মাস আগে তিনি নেসকো অফিসে গিয়েও এমন অভিযোগ করেন। তবে যাচাই-বাছাই করে দেখা যায়, তার বিদ্যুৎ রিডিং ও বিল ঠিকই আছে।


এরপর শনিবার বিকেলে সবুজ বাবুলের বাড়ির মিটারের রিডিং তুলতে গেলে তিনি বাধা দেন। সরকারি কাজে বাঁধা দিতে না বললে তিনি গালিগালাজ শুরু করেন। এরপর পায়ের সেন্ডেল খুলে সবুজকে মারতে থাকেন। একপর্যায়ে হাঁসুয়া নিয়ে সবুজের ওপর হামলা চালান। হাত দিয়ে প্রাণ বাঁচাতে সবুজ হাত দিয়ে হাঁসুয়া আটকাতে গেলে কোপ লেগে সবুজের একটি আঙ্গুল কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


রাজশাহীতে থাকা নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী একেএম শাহাদাত হোসেন জানান, এ হামলার ঘটনা তারাও অবগত আছেন। তাই সন্ত্রাসী হামলার পর অভিযুক্ত সেই বাবুল আক্তারের বাড়ির বিদ্যুৎ সংযোগটি অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাকে অফিসে ডাকা হয়েছে। অফিসে এলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হামলার ঘটনায় মিটার রিডার থানায়ও অভিযোগ দিয়েছেন।


বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, অন্য একটি ঘটনায় ব্যস্ত থাকায় তিনি মিটার রিডার সবুজের অভিযোগ দেখেননি। তবে তিনি কোনো এজাহার দিলে তদন্ত সাপেক্ষে সেই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪

এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত