প্রকাশিত: ১৩:৫৬, ২৭ জানুয়ারি ২০২৫
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ নিয়োগ সম্পন্ন করেছে।
সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাসুদ হোসেন। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় তাকে কোম্পানির চেয়ারম্যান নির্বাচন করা হয়।
প্রসঙ্গত, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৫৩ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার ৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৮২৩টি। ২০২৪ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৮.৭৯ শতাংশ, সরকারের হাতে ০.০৪ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২.৫৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৮.৫৯ শতাংশ শেয়ার আছে।
ঢাকা/এনটি/রফিক