Homeদেশের গণমাধ্যমেসেনাবাহিনীর হাতে আটক ভুয়া সেনাসদস্য

সেনাবাহিনীর হাতে আটক ভুয়া সেনাসদস্য


রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে এক ভুয়া সেনাসদস্যকে আটক করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) রাত ১১টার দিকে জনগণের সহযোগিতায় তাকে আটক করেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম।

আটক যুবকের নাম ফজলে রাব্বী (২৮)। তিনি ঠাকুরগাঁওয়ের বাতুনিয়া এলাকার মোকতার আলমের ছেলে।

এসময় তার থেকে ভুয়া আইডি কার্ড, চারটি মোবাইল ফোন, ওয়াকি-টকি, মোটরসাইকেল, নগদ দুই লাখ ৯০ হাজার ৫৬৫ টাকাসহ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণামূলক বিভিন্ন কাগজপত্র ও সনদ উদ্ধার করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম বলেন, ঈদের বাজার করতে রংপুরের জাহাজ কোম্পানি মোড় সংলগ্ন একটি মেগা মলের গেটে নামলে সেনাবাহিনীর পোশাকে ফজলে রাব্বিসহ আরও বেসামরিক পোশাকে চারজনকে দেখতে পাই। সে সময় তাদের পরিচয় জানতে চাইলে আমার উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরবর্তীতে আমি তাদের পেছনে ধাওয়া দিয়ে ভুয়া সেনাবাহিনী বলে চিৎকার দিলে স্থানীয় জনতা ফজলে রাব্বিকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন ফজলে রাব্বি। এসময় নিকটবর্তী সেনা ক্যাম্পে জানাই। তারা এলে আমিসহ অনুসন্ধান করে জানতে পারি যে, সে আটক ব্যক্তি সেনাবাহিনীর সদস্য না। পরবর্তীতে ফজলে রাব্বিকে নিয়ে অভিযানে নামলে পালিয়ে যাওয়া অপর চারজনকেও আটক করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বেকার যুবকদের সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে আটক ফজলে রাব্বি। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

জিতু কবীর/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত