Homeদেশের গণমাধ্যমেসেতুর গার্ডারের ফাঁকে আটকে পড়া শিশু উদ্ধার

সেতুর গার্ডারের ফাঁকে আটকে পড়া শিশু উদ্ধার


নওগাঁয় সেতুর দুই গার্ডারের মাঝখান থেকে কবুতর ধরতে গিয়ে আটকে পড়ে ৯ বছরের শিশু নূর মোহাম্মদ। পরে বিপত্তি বাঁধে বের হওয়ার সময়। দুই গার্ডারের মাঝে ঢুকার পর শিশুটি আর বের হতে পারছিল না৷ পরবর্তীতে তিন ঘণ্টার চেষ্টায় শিশুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টায় নওগাঁ পৌরসভার সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার শিশু নূর মোহাম্মদ নওগাঁ পৌরসভার কাঁঠালতলী এলাকার রিপন হোসেনের ছেলে।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শিশু নূর মোহাম্মদ পৌরসভার উপশেরপুর এলাকায় নানার বাড়িতে ছিল। মঙ্গলবার বেলা ১১টায় নূর মোহাম্মদসহ অন্য শিশুরা মিলে নানাবাড়ির পাশে সুলতানপুর সেতুর দুই গার্ডারের মধ্যে ফাঁকা জায়গায় বাসা বাঁধা কবুতর ধরতে যায়। এ সময় তার সঙ্গে আরও দুই শিশু ছিল।

কবুতর ধরার জন্য নূর মোহাম্মদ সেতুর উত্তর রেলিংয়ের (সীমানা ওয়াল) পাশে দুই গার্ডারের মাঝে প্রবেশ করে। কিন্তু সে আর বের হতে পারছিল না। বিপদ বুঝতে পেরে নূর মোহাম্মদকে উদ্ধারের জন্য তার সঙ্গে থাকা অন্য শিশুরা তার নানার বাড়িতে খবর দেয়।

ঘটনাটি জানার পর শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধারের জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে শিশু নূর মোহাম্মদকে উদ্ধার করে।

নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারি বলেন, এটি অত্যন্ত জটিল উদ্ধার অভিযান ছিল। সুড়ঙ্গটি খুব সরু হওয়ায় সরাসরি প্রবেশ করা সম্ভব হয়নি। শিশুটিকে মানসিকভাবে স্বস্তি দিয়ে বিশেষ কৌশলে ধাপে ধাপে বের করা হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত