Homeদেশের গণমাধ্যমেসেই রাতে আমার মা | প্রথম আলো

সেই রাতে আমার মা | প্রথম আলো


‘মা, তুমি প্রমাণ ছাড়া শুধু আন্দাজের ওপর ভর করে এত রাতে চুরির মতো এত বড় একটা অভিযোগ নিয়ে একজন সম্মানিত পরিবারে যাচ্ছ!’

মা কোনো কথাই শুনলেন না। 

কিছু দূর হাঁটার পর একটা রিকশা পাওয়া গেল। সেই রিকশায় আমাকে নিয়ে উঠে পড়লেন মা।

রাজশাহী তখন নীরব নিঝুম একটি মফস্‌সল শহর।

খোকনরা বোধ হয় শোবার প্রস্তুতি নিচ্ছিল। কেউ কেউ হয়তো বিছানায় চলেও গিয়েছিল।

এত রাতে চুরির মতো একটা অভিযোগ নিয়ে কোনো ভদ্রলোকের বাসায় যাওয়া, সত্যিই ঝুঁকিপূর্ণ। অপমানিত হওয়ার আশঙ্কা এক শ ভাগ।

খোকনের বোন, হেডমিস্ট্রেস, ভয়ানক ক্ষিপ্ত হয়ে উঠলেন। খোকন ঘড়ি চুরির ব্যাপারটা অস্বীকার করল।

মা বললেন, ‘বাবা, খোকন, তুমি তো বাসায় এসেছিলে?’

খোকন জবাব দিল, ‘হ্যাঁ, গিয়েছিলাম। যখন শুনলাম আখতার নাই, আমি তো তখনই চলে এসেছি।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত