কৌশলের পরিবর্তন, দুই হাত দিয়ে কান ঢেকে আর্তচিৎকার, নিজের নাক নিজেই খামচি দেওয়াসহ অনেক কিছুই এ মৌসুমে দেখা গেছে পেপ গার্দিওলার কাছ থেকে। কিন্তু লাভের লাভ শেষ পর্যন্ত কিছুই হয়নি। কয়েক মাস ধরে চেষ্টা করেও ম্যানচেস্টার সিটির ব্যর্থতার কোনো সুরাহাই করতে পারেননি গার্দিওলা। শেষ পর্যন্ত সেই পরিচিত ও চেনা পথেই হাঁটতে হচ্ছে তাঁকে। বিপুল অর্থ খরচ করে ভাগ্য বদলানোর চেষ্টা করছেন সিটি কোচ।
গার্দিওলার বিরুদ্ধে অতিরিক্ত অর্থ খরচ করে তারকা কিনে দল সাজানোর অভিযোগটা পুরোনো। স্প্যানিশ কোচের খরচের খাতার দিকে তাকালে এ অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়ার মতোও নয়। ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, ২০১৬ সালে সিটিতে কোচ হয়ে আসার পর এখন পর্যন্ত ৫২ জন ফুটবলারের পেছনে গার্দিওলা খরচ করেছেন ১৪১ কোটি ২৭ লাখ পাউন্ড। কাছাকাছি সময়ে লিভারপুলের কোচ হিসেবে কাজ করা ইয়ুর্গেন ক্লপের সঙ্গে তুলনা করলে গার্দিওলার অতিরিক্ত খরচের বিষয়ে ধারণা পাওয়া যায়।