Homeদেশের গণমাধ্যমে‘সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে’

‘সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে’


বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, গত ১৫-১৭ বছরে এমন কোনো প্রতিষ্ঠান নেই যা ধ্বংসের মুখে পড়েনি। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশসহ দেশের সব প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রয়োজন। সুন্দর একটি নির্বাচন আয়োজনের জন্য সব প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করতে আমরা এই সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালীর তিতাস মোড় এলাকায় সুরাইয়া ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির এই শীর্ষ নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি আবার জনগণের প্রতিনিধিত্ব করবে। আমরা এ বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছি। নির্বাচনের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন, আমরা তা দিতে প্রস্তুত।

এ সময় তিনি বলেন, আমরা শিগগিরই একটি সুষ্ঠু নির্বাচন পাব। সে নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং তারেক রহমান এ দেশের নতুন প্রধানমন্ত্রী হবেন।

সাংগঠনিক সফরে নিজ এলাকায় গিয়ে আলতাফ হোসেন স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মাকসুদ আহম্মেদ বায়েজীদ পান্না মিয়া, সাবেক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লতিফ সিদ্দিকী, যুবদলের সিনিয়র সহসভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অ্যাড. আল আমিন সুজনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত