Homeদেশের গণমাধ্যমেসুয়ারেজের ১১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন সালাহ

সুয়ারেজের ১১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন সালাহ


প্রকাশিত: ২০:১১, ৬ জানুয়ারি ২০২৫  


ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে গোল পেয়েছেন মোহাম্মদ সালাহ। ম্যানইউর সঙ্গে ড্রয়ের ম্যাচে ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সালাহ। আর এর মধ্য দিয়ে ১১ বছর আগে করা লুইস সুয়ারেজের একটি রেকর্ড ভেঙে দেন তিনি। 

প্রিমিয়ার লিগে তিনি এ পর্যন্ত ১৯ ম্যাচ খেলেছেন মিশরের এই স্ট্রাইকার। আর এই ১৯ ম্যাচে লিভারপুলের ৩১টি গোলের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন তিনি। তার মধ্যে নিজে গোল করেছেন ১৮টি, আর অ্যাসিস্ট করেছেন ১৩টিতে। যা এক মৌসুমে ১৯ ম্যাচে সর্বোচ্চ।

তার আগে সুয়ারেজ ২০১৩-২০১৪ মৌসুমে ১৯ ম্যাচে ২৩টি গোল ও ৭টি অ্যাসিস্টে মোট ৩০ গোলে নিজেকে যুক্ত করে রেকর্ডটি গড়েছিলেন।

এছাড়া সালাহ টানা ১২ প্রিমিয়ার লিগের ম্যাচে হয় গোল কিংবা অ্যাসিস্ট করার কীর্তিও গড়েন। যা এবারের ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ।

আজকের গোলটি পেনাল্টি থেকে পাওয়া সালাহর ৩০তম ছিল। এর মধ্য দিয়ে পেনাল্টি থেকে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়দের তালিকায়য পঞ্চম স্থানে অবস্থান নিয়েছেন। তার সামনে আছেন অ্যালান শিয়ারার (৫৬), ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (৪৩), স্টিভেন জেরার্ড (৩২) ও হ্যারি কেন (৩২)। 

ঢাকা/আমিনুল





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত