Homeদেশের গণমাধ্যমেসুবিধাবঞ্চিত শিশুদের আকাশে উড়ার স্বপ্নপূরণ করল নভোএয়ার

সুবিধাবঞ্চিত শিশুদের আকাশে উড়ার স্বপ্নপূরণ করল নভোএয়ার


সুবিধাবঞ্চিত শিশুদের আকাশ ভ্রমণের স্বপ্নপূরণ করেছে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার।

বুধবার (১৫ জানুয়ারি) ‘জাগো ফাউন্ডেশন’র পরিচালনাধীন একটি স্কুল থেকে বিভিন্ন বয়সের ৩০ জন সুবিধাবঞ্চিত শিশুকে কক্সবাজারে ঘুরিয়ে নিয়ে আসে। তাদের সঙ্গে নিয়ে একই দিন কক্সবাজার সমুদ্র সৈকতে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি পালন করে।
নভোএয়ারের ১২ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘ড্রিম ফ্লাইট’ ও ‘বিচ ক্লিনিং’ কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন নভোএয়ার ঢাকা থেকে সকাল ১০টা ২০ মিনিটের ফ্লাইটে শিশুদের নিয়ে কক্সবাজার যায় এবং কক্সবাজার থেকে সন্ধ্যা সাড়ে ৬টার ফ্লাইটে ঢাকায় আসে। শিশুরা কক্সবাজারে সমুদ্র সৈকত, বাংলাদেশ বিমানবাহিনীর কক্সবাজার ঘাঁটি, কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন করে আনন্দঘন সময় কাটায়।

স্বপ্নপূরণের অনুভূতি প্রকাশ করে পঞ্চম শ্রেণির ছাত্রী মায়মুনা রহমান বলল, প্লেনে করে সমুদ্র সৈকত ঘুরতে যাব, বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজ দেখতে পারবো – এটা আমি কখনো কল্পনাও করিনি! কিন্তু আজ তাই হলো।

তৃতীয় শ্রেণির ছাত্র হানিফ মিয়া জানায়, মেঘের ওপর দিয়ে উড়োজাহাজে করে যাচ্ছি, এটা অসাধারণ অনুভূতি। আমরা বিচে খেলেছি, কক্সবাজারের খুব সুন্দর রেলস্টেশন দেখেছি – এটা তো স্বপ্নের মতো।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, শিশুরাই আমাদের জাতির ভবিষ্যৎ। তাদের স্বপ্ন পূরণ এবং প্রেরণা দেওয়ার জন্যই তারা এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, আমাদের গর্ব কক্সবাজার সমুদ্র সৈকত । পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি পালন করা হয়েছে। নভোএয়ার বিশ্বাস করে, সামাজিক দায়বদ্ধতা হিসেবে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত