সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুল হক সমাজী আরও বলেন, ‘আমি নিয়োগের চুক্তিপত্রের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করব না।’
এর আগে গত ১৯ ডিসেম্বর এহসানুল হক সমাজীকে অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের কথা জানায় মন্ত্রণালয়।
এহসানুল হক সমাজীর এ নিয়োগ চুক্তিভিত্তিক। মেয়াদ এক বছরের জন্য। অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ না করার শর্তে যোগদানের তারিখ থেকে এই মেয়াদ শুরু হবে।