Homeদেশের গণমাধ্যমেসিলেটে ফের প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটে ফের প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ


সিলেট সীমান্তে ফের বিজিবির পৃথক অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিনি, গরু, মহিষ, গরুর মাংস, কমলা, বিভিন্ন প্রকার ক্রিম, অলিভ অয়েল ও ফুচকাসহ বিভিন্ন ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি জানায়, রোববার সকালে ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, সোনালীচেলা, নোয়াকোট, সোনারহাট, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, মিনাটিলা, প্রতাপপুর, ডিবিরহাওড় এবং তামাবিল বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল সানগ্লাস, চকলেট, গরু, মহিষ, গরুর মাংস, চিনি, কমলা, বিভিন্ন প্রকার ক্রীম, অলিভ অয়েল ও ফুচকা এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করে। এ ছাড়া চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করে বিজিবি।

জব্দকৃত চোরাই মালামালের আনুমানিক মূল্য ৮৮ লাখ ৯৯ হাজার ৩৭০ টাকা। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে ৮৮ লাখ ৯৯ হাজার ৩৭০ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানের মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে চলতি মাসে সিলেটে বিভিন্ন সময় কয়েক কোটি টাকার চোরাই পণ্য জব্দের ঘটনা ঘটেছে। ১৮ ডিসেম্বরও গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিনি, গরু, মদ ও বিয়ারসহ ভারতীয় চোরাই পণ্য জব্দ পণ্য জব্দ করা হয়। তখন আনুমানিক ১ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ৪৬০ টাকার পণ্য জব্দ করে বিজিবি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত