Homeদেশের গণমাধ্যমেসিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৮৭৮ এসএসসি পরীক্ষার্থী

সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৮৭৮ এসএসসি পরীক্ষার্থী


সারা দেশের ন্যায় সিলেটে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার। প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বাংলা (আবশ্যিক) ১ম পত্র বিষয়ের পরীক্ষা। এতে সিলেট বিভাগে অনুপস্থিত ছিলেন ৮৭৮ জন শিক্ষার্থী।

অনুপস্থিতির হার শতকরা ১ দশমিক ০৬ ভাগ। অনুপস্থিত ৮৭৮ জনের মধ্যে সিলেট জেলায় ৩০১, হবিগঞ্জে ১৯৫, মৌলভীবাজারে ১৮৩ ও সুনামগঞ্জে ১৯৯ জন শিক্ষার্থী রয়েছে। তাছাড়া মৌলভীবাজারে ১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের ৯৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯ জন। অর্থাৎ মোট পরীক্ষার্থীর ৬০ শতাংশই ছাত্রী। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৬ হাজার ৬৮২ জন। গত বছর সিলেট বোর্ডে এসএসসিতে অংশ নেয় ১ লাখ ৯ হাজার ৫৫৪ জন।

এ বছর পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৮৭০ জন, মানবিকে ৭১ হাজার ৫১৯ জন এবং বাণিজ্য বিভাগে ৭ হাজার ৪৮৩ জন পরীক্ষার্থী রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পরীক্ষা চলার সময় সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ সিলেটের বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক উপ-পরিচালক এ কে এম আব্দুল্লাহ, সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিকা হেপী বেগম।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত