খালাস পাওয়া আসামিদের মধ্যে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান, সাবেক সহসভাপতি চৌধুরী মো. সুহের, মহানগর যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফছর খান প্রমুখ রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে মামলার প্রতিবাদে ২০১৫ সালের ১ জানুয়ারি সিলেট মহানগরের পাঠানটুলা এলাকায় মিছিল বের করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এ সময় মিছিল থেকে বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলা হয়েছে অভিযোগ এনে পুলিশ মামলা করেছিল।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ১৪ জুন দিবাগত রাতে মারা যান বদরউদ্দিন আহমদ।