Homeদেশের গণমাধ্যমেসিরিয়ায় আসাদের আমলের গণকবরে এক লাখ মরদেহ, মার্কিন প্রতিষ্ঠানের দাবি

সিরিয়ায় আসাদের আমলের গণকবরে এক লাখ মরদেহ, মার্কিন প্রতিষ্ঠানের দাবি


৮ ডিসেম্বর বিদ্রোহী যোদ্ধারা রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পরপরই বাশার আল–আসাদ রাশিয়ায় পালিয়ে যান। এর মধ্য দিয়ে শুধু তাঁর দুই যুগের শাসনের নয়, বরং বাবা–ছেলে মিলে আল–আসাদ পরিবারের টানা ৫৩ বছরের শাসনামলের অবসান হয়।

যদিও বাশার আল–আসাদ বরাবর তাঁর সরকারের বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের উগ্রপন্থী হিসেবে চিহ্নিত করার অভিযোগ অস্বীকার করে এসেছেন।

বাশার আল–আসাদের সরকারের পতন ও তাঁর রাশিয়ায় পালিয়ে যাওয়ার পরপর সিরিয়ায় ছুটে যান মুস্তাফা। আল কুতায়ফাহ গণকবরে দাঁড়িয়ে যুক্তরাজ্যের চ্যানেল ফোর নিউজকে সাক্ষাৎকার দেন তিনি। পরে সেখান থেকেই রয়টার্সের সাংবাদিকের সঙ্গে কথা বলেন।

মুস্তাফা জানান, বাশার আল–আসাদের গোয়েন্দা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ সামরিক হাসপাতালগুলোয় সংগ্রহ করা হতো। পরে যাবতীয় প্রক্রিয়া শেষে সেসব মরদেহ নেওয়া হতো গণকবরে। এই কাজের দায়িত্বভার ছিল সিরিয়ার বিমানবাহিনীর হাতে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত