সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জন নিহতের ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়েছে উঠেছে এলাকার পরিবেশ।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে শফিকুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমনা (২০) ও শফিকুলের ছোটবোন লাকী (২৫)।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গ্রিস প্রবাসী শফিকুল ইসলাম তার স্ত্রী ও বোনকে অটোভ্যানে করে বেলকুচিতে নানা শ্বশুরবাড়িতে দাওয়াত থেকে ফেরার পথে মুলিবাড়ি এলাকায় পৌঁছালে তাদের ভ্যানটিকে বাস চাপা দিলে শফিকুলসহ তাদের তিন জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।
নিহত শফিকুল ইসলামের চাচাতো ভাই মাসুদ রানা বলেন, শফিকুল প্রায় ১৬ বছর ধরে বিদেশে ছিলেন। এক বছর আগে দেশে ফিরে বিয়ে করে আবার বিদেশে চলে যান। ২২ দিন আগে দেশে ফিরেছেন। আমরা কেউ এমন মৃত্যু মানতে পারছি না।
নিহত শফিকুলের বন্ধু রাশেদ আলী বলেন, আমরা ছোট বেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। দীর্ঘদিন ধরে শফিকুল বিদেশে ছিলেন। কিছুদিন হলো দেশে এসেছেন। শফিকুলসহ একই দিনে এক পরিবারের তিন জন মারা গেলো। এটা আমরা কেউ মানতে পারছি না। পুরো এলাকা আজ নিস্তব্ধ।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় অটোভ্যানে চড়ে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানচালকসহ আরও তিন জন আহত হয়েছেন। লাশ পরিবারের সদস্যদের হস্তান্তর করা হয়েছে।