নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে গতকাল মঙ্গলবার দুপুরে রফিকুলের মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলার আবেদন জানালে আদালতের নির্দেশে আজ বুধবার সিদ্ধিরগঞ্জ থানা–পুলিশ মামলাটি নথিভুক্ত করে। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় জেলার বিভিন্ন থানায় ২৩টি হত্যাসহ মোট ২৯টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৮টি হত্যাসহ ১৯টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য দিদার হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান, ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার ইসলাম প্রমুখ।