Homeদেশের গণমাধ্যমেসিটিস্ক্যানে ক্যানসারের ঝুঁকি, কী বলছে গবেষণা

সিটিস্ক্যানে ক্যানসারের ঝুঁকি, কী বলছে গবেষণা


যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে করা সিটি স্ক্যানের কারণে ভবিষ্যতে এক লাখের বেশি অতিরিক্ত ক্যানসার রোগী শনাক্ত হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। প্রভাবশালী মেডিকেল জার্নাল জামা ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, বর্তমানে যেভাবে সিটিস্ক্যানের ব্যবহার বাড়ছে, তাতে ভবিষ্যতে নতুন ক্যানসার রোগীর ৫ শতাংশ পর্যন্ত এই স্ক্যানের কারণে হতে পারে।

যুক্তরাষ্ট্রে গত এক দশকে সিটিস্ক্যানের সংখ্যা বেড়েছে প্রায় ৩০ শতাংশ। শুধু ২০২৩ সালেই ৬২ মিলিয়ন মানুষের শরীরে করা হয়েছে প্রায় ৯৩ মিলিয়ন সিটিস্ক্যান।

গবেষকরা বলছেন, একবার সিটিস্ক্যান করলে ঝুঁকি খুব বেশি না হলেও শূন্য নয়। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশুরা ও কিশোররা, কারণ তাদের শরীর এখনও গঠনের পর্যায়ে রয়েছে। তবে মোট স্ক্যানের ৯০ শতাংশই করা হয় প্রাপ্তবয়স্কদের ওপর—তাই ক্যানসার ঝুঁকির বড় অংশও এই গ্রুপের মধ্যেই।

সিটিস্ক্যানের কারণে সবচেয়ে বেশি যেসব ক্যানসারের আশঙ্কা থাকে তা হলো— ফুসফুস ক্যানসার, কোলন ক্যানসার, ব্লাডার ক্যানসার, লিউকেমিয়া, এমনকি নারীদের ক্ষেত্রে স্তন ক্যানসারও ঝুঁকি রয়েছে।

এই গবেষণা বলছে, ২০০৯ সালের একটি গবেষণায় ভবিষ্যতে সিটিস্ক্যান-সম্পর্কিত ক্যানসার রোগীর সংখ্যা ধরা হয়েছিল ২৯ হাজার। নতুন গবেষণায় সেই সংখ্যা তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে এক লাখের বেশি।

গবেষকরা আরও বলছেন, পরিমাণ বাড়ার পেছনে শুধু স্ক্যান বাড়ার বিষয়ই নয়, বরং এখন আরও সূক্ষ্মভাবে বোঝা যাচ্ছে কোন কোন অঙ্গ কতটা রেডিয়েশনে ক্ষতিগ্রস্ত হয়।

তারা আশঙ্কা করছেন, যদি এই ধারা চলতে থাকে, তাহলে ভবিষ্যতে সিটিস্ক্যানের কারণে যে হারে ক্যানসার হবে, তা অ্যালকোহল সেবন বা অতিরিক্ত ওজনের কারণে হওয়া ক্যানসারের সমান হয়ে যেতে পারে।

তবে চিকিৎসকেরা বলছেন, সিটিস্ক্যান অনেক ক্ষেত্রেই জীবনরক্ষা করে। যেমন জরুরি অবস্থায় রোগ নির্ণয়, ভেতরের জখম বা স্ট্রোক ধরতে সহায়তা ও ক্যানসার বা অন্য জটিল রোগের চিকিৎসা পরিকল্পনায় সহায়ক। তবে সতর্কতা জরুরি। চিকিৎসকেরা অপ্রয়োজনীয় সিটিস্ক্যান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তার বদলে বিকল্প যেমন এমআরআই বা আল্ট্রাসাউন্ড ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারা।

বর্তমানে নতুন প্রযুক্তির ফোটন-কাউন্টিং সিটিস্ক্যানার কম রেডিয়েশন ব্যবহার করে কাজ করতে পারে—এমন প্রযুক্তিও আসছে।

গবেষণাটি সরাসরি প্রমাণ করেনি যে কারও ক্যানসার শুধু সিটিস্ক্যানের কারণেই হয়েছে। এটি রিস্ক মডেলের ভিত্তিতে করা হয়েছে।

গবেষকরা বলছেন, যেহেতু রেডিয়েশন ক্যানসারের কারণ হতে পারে, তাই যত বেশি স্ক্যান হবে, ততই ছোট ছোট ঝুঁকি যোগ হতে থাকবে। তথ্যসূত্র: দ্য কনভারসেশন





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত