Homeদেশের গণমাধ্যমেসিটিকে উড়িয়ে দেওয়া কে এই গয়োকেরেস

সিটিকে উড়িয়ে দেওয়া কে এই গয়োকেরেস


গয়োকেরেসের ক্যারিয়ার বিশেষভাবে মোড় নিতে শুরু করে ২০২৩ সালে লিসবনে আসার পর থেকে। সে মৌসুমে ৬৭ ম্যাচে তিনি করেছিলেন ৬৬ গোল। এরপর চলতি মৌসুমে গয়োকেরেস যেন আরও অপ্রতিরোধ্য। এরই মধ্যে ১৭ ম্যাচে করেছেন ২৩ গোল। এগুলো নিছক কোনো সংখ্যা নয়। এসব সংখ্যা একজন তথাকথিত ‘বাতিল’ ফুটবলারের দেওয়া জবাব, যা তাঁর সামর্থ্যের পক্ষে সাক্ষ্যও দেয়।

সিটির বিপক্ষে হ্যাটট্রিকের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে উয়েফাকে গয়োকেরেস বলেছেন, ‘গোল করা সব সময় আনন্দের। তবে হ্যাটট্রিক করা আরও বেশি ভালো ব্যাপার। আপনি যখন ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেলবেন, তখন আপনাকে নিজের মানটাও বাড়াতে হবে। আমি যা করছি, সেটা আমি সব সময় করার চেষ্টা করেছি।’

সাম্প্রতিক সময়ের দারুণ পারফরম্যান্সের জেরে এরই মধ্যে তাঁর দিকে হাত বাড়িয়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। যেখানে তাঁর সদ্য সাবেক কোচ রুবেন আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেডও আছে। গুঞ্জন আছে, জানুয়ারির দলবদলে তাঁকে কিনে নেবে ইউনাইটেড। যদিও সে সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আমোরিম নিজেই।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত