Homeদেশের গণমাধ্যমেসিইউজে নির্বাচন ২৫ জানুয়ারি, তফসিল ঘোষণা

সিইউজে নির্বাচন ২৫ জানুয়ারি, তফসিল ঘোষণা


চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শুক্রবার (১০ জানুয়ারি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হকের সই করা এক পত্রাদেশে এ তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ১৫ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ বা জমা, ১৬ জানুয়ারি বেলা ১১টায় মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ।

১৭ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার, ১৮ জানুয়ারি বেলা ১১টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৫ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিইউজের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন যুগ্ম সম্পাদক, একজন অর্থ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং একজন কার্যকরী সদস্যসহ ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিলে উল্লেখ করা হয়েছে।

এমডিআইএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত