Homeদেশের গণমাধ্যমে‘সার কারখানা তৈরি করে হাজার কোটি টাকা লুটপাট করেছে আ.লীগ’

‘সার কারখানা তৈরি করে হাজার কোটি টাকা লুটপাট করেছে আ.লীগ’


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘নরসিংদীর পলাশের দুটি সার কারখানা ভেঙে নতুন একটি সার কারখানা তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার।’

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে নরসিংদীর পলাশে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘স্বৈরাচারেরা বিদেশি কাপড় আমদানি করে দেশীয় কাপড়ের বাজার ও শিল্প ধ্বংস করেছে। নরসিংদীর বাবুরহাট আজ ধ্বংসের পথে। নরসিংদীর কাগজকল, তাঁতসহ অন্য শিল্প আজ মরুভূমিতে রূপান্তর হয়েছে।’ পলাশ ও নরসিংদীর পাটশিল্পের ধ্বংস নিয়েও দুঃখপ্রকাশ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল গবেষক ড. মাহরীন খান, দি মিলিনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন রোখসানা খন্দকার প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত