Homeদেশের গণমাধ্যমেসাভার সরকারি কলেজে আত্মরক্ষার প্রশিক্ষণ আয়োজনে ‘ছবিঘর’

সাভার সরকারি কলেজে আত্মরক্ষার প্রশিক্ষণ আয়োজনে ‘ছবিঘর’


সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছবিঘর’র আয়োজনে সাভার সরকারি কলেজে (এসজিসি) আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সাভার সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছবিঘর’ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০-৪০০ নারী শিক্ষার্থীকে আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে এ আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ দেয়।

অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন ব্ল্যাক বেল্টপ্রাপ্ত প্রশিক্ষক তানজিল তাবসসুম আস্থা এবং সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। এ আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণটির পর্যবেক্ষণ করেন ছবিঘরের অন্যতম উপদেষ্টা জাফর আহমেদ শিমুল।

ছবিঘরের এ আয়োজন শিক্ষাপ্রতিষ্ঠানের কো-কারিকুলার অ্যাকটিভিটিসে এক নতুন মাত্রা যোগ করেছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ সেফটি ট্রেনিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

প্রসঙ্গত, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ছবিঘর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. প্রিন্স ঘোষের নেতৃত্বে গত ৭/৮ বছর ধরে সাভারসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বার্থহীন এ সেবামূলক কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে। এখনো পর্যন্ত প্রায় ১০/১২ হাজার নারী শিক্ষার্থীকে সংগঠনটি এ বিশেষ আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ দিয়ে আসছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত