সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
সোমবার সকালে পাকিজা ডায়িং কারখানার গুদামে আগুন লাগে
ঢাকার সাভারে পাকিজা ডায়িং কারখানা নামে একটি প্রতিষ্ঠানের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, “আজ সকাল ৯টার দিকে পাকিজা কারখানার গুদাম ঘরে আগুনের সূত্রপাত হয়। এসময় প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।”
তিনি আরো বলেন, “পরে চামড়া শিল্প নগরীর আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় এক ঘণ্টা পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।”
ঢাকা/সাব্বির/মাসুদ