বাদীপক্ষের আইনজীবী রোকনুজ্জামান রোকন প্রথম আলোকে বলেন, আবু সাঈদ হত্যা মামলা দায়েরের পর বিভিন্ন সিসিটিভির ফুটেজ, ভিডিও, স্থিরচিত্র বাদীপক্ষের হাতে আসে। ন্যায়বিচারের স্বার্থে তাঁরা এসব প্রমাণ আদালতে দাখিল করেছেন এই ব্যক্তিদের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখার স্বার্থে। আদালতের মাধ্যমে তদন্তকারী কর্মকর্তার কাছে এসব ছবি, ভিডিও ও সিসিটিভির ফুটেজ পৌঁছালে তদন্তে তাঁদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে।
আবু সাঈদ হত্যা মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত কর্মকর্তা পিবিআই রংপুরের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি জেনেছেন।
বাদীপক্ষের আইনজীবীর ভাষ্য, বাদীর বিবৃতিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশদাতা, সাবেক উপাচার্য হাসিবুর রশীদ ও তখনকার প্রক্টর শরিফুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় নির্দেশদাতা ও আলামত গায়েবের অভিযোগ করা হয়েছে।