Homeদেশের গণমাধ্যমেসাবেক সমাজকল্যাণমন্ত্রীর ভাই গ্রেপ্তার | কালবেলা

সাবেক সমাজকল্যাণমন্ত্রীর ভাই গ্রেপ্তার | কালবেলা


লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সাবেক এমপি ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের ছোট ভাই সাইফুজ্জামান ভূট্টুকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা ডিবি পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট মাহমুদুল হাসান মুন্না নিহত হন। ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে তার বাবা আব্দুল মজিদ মামলা দায়ের করেন। ঐ মামলায় সাইফুজ্জামান ভূট্টু এজাহার নামীয় আসামি।

লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আমিরুল ইসলাম বলেন, হত্যা মামলার এজাহার নামীয় আসামি ভূট্টু আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত